Photo and Video Editing Training

কোর্সের মেয়াদ-১৮ দিন (২৩ ঘন্টা, প্রজেক্ট হচ্ছে ৪টি, প্রতিদিন ১ ঘন্টা ৩০মিনিট, চর্চা ৩০ মিনিট।

এ কোর্সটি নন প্রফেশনাল ও সাধারণ ব্যবহারকারীদের জন্য। ভালভাবে সময় দিয়ে  প্রজেক্টগুলো সফলভাবে শেষ করার মাধ্যমে আপনি অনেককিছু তৈরি করতে পারবেন। কোর্সটি যেকোন প্রফেসনের জন্য অত্যন্ত কার্যকরী। নিজের কোন ভিডিও ডকুমেন্টারি তৈরিতে, ডকুমেন্টারিটি ইউটিউব চ্যানেলে প্রচারের ক্ষেত্রে, অফিসিয়াল কোন প্রেজেন্টেশন তৈরিতে, শিক্ষকদের মাল্টিমিডিয়া ক্লাশরুমের জন্য ডিজিটাল কনটেন্ট তৈরিতে ইত্যাদি।

 

কোভিড-১৯ এর সময়ে শিক্ষক/কর্মকর্তারা অনেকেই অনলাইন ক্লাস/মিটিং করেছেন। অনলাইন ক্লাস/মিটিং-এর মধ্যে ছিল বেসিক, স্ট্যান্ডার্ড ও অ্যাডভান্স। এর মধ্যে যে কোন একটিতে আপনি সম্পৃক্ত ছিলেন। এ কোর্সটি সম্পূর্ণ করার মাধ্যমে শিক্ষক/কর্মকর্তা/অন্যান্য প্রফেশানলরা অ্যাডভান্স অনলাইন ক্লাস/যে কোন ধারণের কাজ/সভার শুরুটা আরো ভালভাবে করতে পারবেন। কেননা বিষয়টি তেমন কঠিন নয় ও এটি আয়ত্ত্ব করার মতো দক্ষতা ও যোগ্যতা সবকিছুই আপনার মধ্যে আছে।

এ কোর্সের মাধ্যমে আপনার কি কি দক্ষতা অর্জিত হবে-

*আপনার প্রফেশনের সাথে সম্পৃক্ত একটি ছবি সহজে নিজের মতো করে তৈরী করতে পারবেন। এছাড়া লোগো ও ব্যানারসহ অনেক কিছু তৈরি করার দক্ষতা অর্জন করতে পারবেন। 

*আপনার বিষয়ের সাথে সম্পৃক্ত রেখে অনলাইন অথবা অফলাইনের জন্য বিষয়ভিত্তিক/প্রফেশনের ভিডিও তৈরি করতে পারবেন। কেননা অধিকাংশ ক্ষেত্রে এসকল কাজের জন্য আমাদের অনলাইনের উপর নির্ভরশীল হতে হয় (ইউটিউব অথবা গুগল ইমেজ)। আপনাদের সে দক্ষতা, যোগ্যতা, সৃজনশীলতা ও সৃষ্টিশীলতা আছে, শুধুমাত্র দরকার টেকনিক্যাল দক্ষতা অর্জন ও এর মাধ্যমে ভিজুয়াল জগতে পারদর্শী হওয়া।

*বর্তমানে শিক্ষকরা অনলাইন ও অফলাইন ক্লাশ নিয়ে থাকেন, সেক্ষত্রে গ্রাফিক্স ও ভিডিও অত্যন্ত প্রয়োজন যা শিক্ষার্থীদের কাছে ক্লাসরুমকে অত্যন্ত প্রাণবন্ত ও উপভোগ্য করে তুলতে সক্ষম।
 
*অনলাইনের কারনে পুরো পৃথিবী এখন আমাদের অত্যন্ত নিকটে। প্রফেশনাল দক্ষতার মাধ্যমে বাংলাদেশে থেকে পৃথিবীর যে কোনো দেশের প্রতিষ্ঠান/কলেজ/বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করার মতো সক্ষমতা অর্জন করতে পারবেন। এর ফলে আপনি ও দেশ আর্থিকভাবে লাভবান হবে অর্থাৎ ফ্রিল্যান্সিং।   

উপর্যুক্ত বিষয়গুলো না জানার কারনে আমরা ভিডিও/ডিজিটাল কনটেন্ট নিজেদের মতো করে তৈরি করতে পারিনা। এ সকল দক্ষতা প্রয়োগের মাধ্যমে ভিডিও/ডিজিটাল কনটেন্টের জন্য প্রয়োজনীয় ছবি ও ভিডিওগুলো আপনাদের সৃজনশীল ও সৃষ্টিশীল মেধা প্রয়োগের মাধ্যমে তৈরি করতে পারবেন।
 

প্রয়াস অনলাইন
মোবাইল-০১৭৭৬৪৬৮৮৭১
ইমেইল – prayasonli@gmail.com


View Courses Get Admisson