Trainees Details

PrayasOn Online ICT Based Training Initiative



Fatema Toj Johora Trisha
Trainees

# Title Detail
1 Name
Fatema Toj Johora Trisha
2 Designation Trainees
3 Detail Brief আমার আমি আমি ফাতেমা তুজ জোহরা তৃষা।আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা সিটি কলেজ এর মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে পোষ্ট গ্রাজুয়েশন শেষ করেছি।উল্লেখ্য যে, আমি পোষ্ট গ্রাজুয়েশনে আমার ডিপার্টমেন্টে দ্বিতীয় স্থান অর্জন করেছি। ব্যক্তি হিসেবে আমি খুবই পজেটিভ মাইন্ডের এবং বন্ধুত্ব সূলভ।সর্বপরি এই যোগাযোগ দক্ষতা আমাকে নতুনকে জানার ক্ষেত্র এবং পরিধি উন্মোচিত করবে বলে আমি আশাবাদী। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। ইন্টারনেট এর মাধ্যমে আমাদের সৃজনশীলতা ও দক্ষতা বেড়েছে বহু গুণ। কম্পিউটার শুধু একটি যোগাযোগ মাধ্যমই নয় বরং জ্ঞান আহরণ,তথ্য আদান প্রদান এবং ভৌগোলিক বাধা অতিক্রম করে সাচ্ছন্দে কাজ করার মঞ্চে পরিণত হয়েছে।ব্যবসা বানিজ্যের ক্ষেত্রেও তথ্য প্রযুক্তি অভাবনীয় সুযোগ সৃষ্টি করেছে। অনলাইন মার্কেটিং এর মাধ্যমে বিভিন্ন ব্রান্ড বা ব্যবসায় প্রতিষ্ঠান তাদের পণ্য সম্পর্কে পরিচিতি মূলক বিভিন্ন ছবি,পোস্টার,ভিডিও,বিজ্ঞাপন,প্রসার ও প্রমশনর কাজ করে আসছে।অনলাইন মার্কেটিং এর মাধ্যমে ইন্টারনেটকে কাজে লাগিয়ে বিভিন্ন পণ্য উৎপাদনকারী থেকে চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।এই ক্ষেত্রে বলা যায়, ডিজিটাল মার্কেটিং কাজের একটি বিশাল ক্ষেত্র। মার্কেটিং সাবজেক্ট নিয়ে পোষ্ট গ্রাজুয়েশন করার কারণে আমি ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিংকে পেশা হিসেবে নিতে চাই।এ উদ্দেশ্যকে সামনে রেখে আমি প্রায়াস অনলানের সাথে যুক্ত হয়েছি।প্রায়াস অনলাইন একটি ভিন্নধর্মী ওয়েবসাইট যেখানে বিভিন্ন ধরণের প্রয়োজনীয় দ্রব্যাদি বিপণন এর পাশাপাশি কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে।আমি মনে করি এটি আমার পঠিত বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং অর্জিত জ্ঞানের ব্যবহারিক ও বাস্তব প্রয়োগ ঘটাতে সক্ষম হবে। সবশেষে এটাই বলতে চাই যে,প্রায়াস অনলাইনের সাথে থেকে নিজের দক্ষতা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চাই। নামঃফাতেমা তুজ জোহরা তৃষা
4 Email
5 Facebook Id/link